দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী ।। কৈলাশহরে দুই যুবক খুনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত দুই যুবক কংগ্রেস সমর্থক ছিলেন দাবী কংগ্রেসের। পক্ষান্তরে CPI(M) এই খুনের সত্যতা উন্মোচনে পুলিশি তদন্তের দাবী জানিয়েছে। কৈলাশহরে দুই যুবকের খুনের ঘটনার প্রতিবাদে কংগ্রেস ১২ ঘন্টার বনধের আহবানের পাশাপাশি CPI(M) –র পক্ষে নিরপেক্ষ তদন্তের স্বার্থে বনধের আহবানের ফলে গোটা কৈলাশহরে সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাটবাজার বন্ধ ছিল। মৃত্যুর পরিনতিতে বনধের কল্যানে রাস্তাঘাট ছিল যানবাহন আর জনযানবহীন। পল্লব নাথ ও অঞ্জন দে’র খুনের কিনারায় পুলিশি তদন্ত শুরু হয়েছে।