দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী ।। চলতি রাজ্য বিধানসভার সূচনায় রাজ্যপাল যে ভাষন দিয়েছিলেন তার উপর ধন্যবাদ সূচক আলোচনা শুরু হয় সোমবার। এই আলোচনার সূত্রপাত করেন সংসদীয় মন্ত্রী তপন চক্রবর্তী। এই আলোচনায় অংশ গ্রহন করেন বিরোধীদলের বিধায়করাও। এছাড়াও বিধানসভায় সর্বসম্মতিক্রমে কেরালার জাতীয় গেমসে দীপা কর্মকারের সাফল্যের জন্য ধন্যবাদ জানানো হয়। কংগ্রেসের পক্ষ থেকে দীপার সাফল্যের জন্য সরকারী তরফে বিশেষ কোনো পুরস্কারের ঘোষনা না করায় সরকারের সমালোচনা করা হয়। জবাবে সরকারী তরফে বলা হয়, দীপা কর্মকারের জন্য ভাবনা চিন্তা করা হচ্ছে।
চিটফান্ড ইস্যুতে বিরোধীদল সরকারি ভূমিকার সমালোচনার উত্তরে সরকার পক্ষে বলা হয়েছে ইতিমধ্যেই বেশকিছু ব্যবস্থা গৃহীত হয়েছে এবং CBI চিটফান্ড সংক্রান্ত ৫টি মামলা হাতে নিয়েছে। চিটফান্ড ইস্যুতে তীব্র উত্তেজনার ফলে সভা মূলতবীও ঘোষণা করেন অধ্যক্ষ।
এডিসি’তেও শুরু হয়েছে বাজেট আলোচনা।