আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || সারা দেশে মূল্যবৃদ্ধি ও বেকারত্ব দূর করতে জাতীয় কংগ্রেসের আন্দোলনের অংশ হিসেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজভবন অভিযান করে শুক্রবার। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, কংগ্রেস নেতা গোপাল রায়, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, এন এস ইউ আই’র প্রদেশ সভাপতি সম্রাট রায় সহ সিনিয়র নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।