সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ আগস্ট || তেলিয়ামুড়া অম্পি চৌমুহনী এলাকায় আমবাসার নিবাসী তরুণ ব্যানার্জীকে একদল যুবক মিলে মারধর করে। সংবাদের জানা যায়, এক বছর আগে তরুণ ব্যানার্জি সাথে নেতাজি নগরের রিমা দেবের বিয়ে হয়েছিল। ড্রাগস জাতীয় নেশা সামগ্রী সেবন করার ফলে সাংসারিক অশান্তির সৃষ্টি হয় জেরে রিমা বাপের বাড়ি চলে আসেন ছয় মাস আগে।বৃহস্পতিবার হঠাৎ শশুরবাড়িতে হাজির হয় স্বামী তরুণ ব্যানার্জি। সে নাকি রিমা দেবের বাবার বাড়িতে এসে রিমাকে মারধর করেছে। তাই রিমা তার বন্ধুদের ডেকে নিয়ে আসে। বন্ধুরা মিলে স্বামী তরুণকে মারধর করে অম্পি চৌমূহনি এলাকা।য় পরবর্তী সময় ঘটনাস্থলে পৌছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। বর্তমানে স্বামী তরুণ ব্যানার্জির চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে।