তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। অপার রহস্যে ঘেরা ছিল চাঁদ। কিন্তু সে রহস্যভূমে প্রথম পা রাখলেন নিল আর্মস্ট্রং। আর এ অভিযানে যাওয়ার সময় সঙ্গে করে তিনি একটি ক্যামেরা নিয়ে যান। এতদিন সে ক্যামেরার কোনো হদিস ছিল না। নানাভাবেই খোঁজা হচ্ছিল জিনিসটি।
অবশেষে নিলের তার স্ত্রী ক্যারোল আর্মস্ট্রং বাড়ির একটি আলমারিতে খুঁজে পেয়েছেন চাঁদের ছবি তোলার সেই ক্যামেরা। চাঁদে প্রথমবার পা রাখার পর এ ক্যামেরাটি দিয়ে চাঁদের প্রথম ছবি তুলেছিলেন আর্মস্ট্রং। চার দশক ধরে নিলের বাড়ির আলমারিতে পড়ে ছিল ক্যামেরাটি। কিন্তু কেউ এ খবর জানত না।
ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম ইন ওয়াশিংটনের কিউরেটর অ্যালেন নিডেল গণমাধ্যমকে জানান, তিনি ক্যারোলের কাছ থেকে একটি ইমেইল পান। তাতে লেখা ছিল, নিলের জামাকাপড় রাখার আলমারিতে একটি সাদা কাপড়ের ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র পাওয়া গেছে। যা দেখে মহাকাশযানের যন্ত্রাংশ বলে মনে করছেন তিনি।
আরো লেখা ছিল, ব্যাগটির মধ্যে অ্যাপোলো ১১ মিশনের ১৭ টি জিনিস পাওয়া যায়। যার মধ্যে সেই ক্যামেরাটিও রয়েছে। এ ক্যামেরাতেই ধারণ করা হয়েছিল মহাকাশযান থেকে নিলের মই বেয়ে চাঁদে নামার দৃশ্য।
তবে মহাকাশচারীরা সাধারণত কোনো অভিযানে ব্যবহৃত যন্ত্রাংশ বা অভিযান থেকে পাওয়া কোনো প্রমাণাদি ব্যক্তিগতভাবে সংরক্ষণ করেন না। আর্মস্ট্রং এসব জিনিস কর্তৃপক্ষের কাছ থেকে লুকিয়েই বাড়ি নিয়ে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র : টেলিগ্রাফ