সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ আগস্ট || সাত দফা দাবির সমর্থনে বৈদিক ব্রাহ্মণ পরিষদ কেন্দ্রীয় কমিটির তেলিয়ামুড়া শাখার উদ্যোগে তেলিয়ামুড়া পৌর পরিষদের দাবি সনদ রূপক সরকারের নিকট দাবি সনদ তুলে দেন। এদিন ৫ জনের এক প্রতিনিধি দল পৌর পিতা রূপক সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দাবি গুলো তুলে ধরেন।
তাদের দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, তেলিয়ামুড়ার বিভিন্ন মন্দির গুলিতে স্থায়ী পুরোহিত নিয়োগ, মহাশ্মশান ঘাটে স্থায়ী পুরোহিত নিয়োগ, রাস্তার পাশে যত্রতত্র স্থানের যেন মূর্তি না রাখা হয়, তাছাড়া প্রকাশ্যে ছাগল পাঁঠা নির্মম ভাবে হত্যা বন্ধ করা সহ মোট সাত দফা দাবি। তাদের দাবি গুলো পৌর পিতা শোনেন এবং তাদের আশ্বস্ত করেন বিষয়গুলোর সম্পর্কে তিনি চিন্তা ভাবনা করবেন।