গোপাল সিং, খোয়াই, ০৫ আগস্ট || খোয়াই পুর পরিষদ কর্তৃক চর্ম শিল্পীদের জন্য নবনির্মিত শহীদ শ্যামহরি শর্মা বিপণি কেন্দ্রের শুভ উদ্বোধন হল শুক্রবার। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সুব্রত মজুমদার, খোয়াই পুরো পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা প্রমুখ।