আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগস্ট || ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার দিল্লীর রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন তিনি। মাতা ত্রিপুরাসুন্দরীর পুণ্যভূমিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পদার্পনের জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে রাষ্ট্রপতি’কে সাদর আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দিল্লির বাসভবনে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ত্রিপুরার সার্বিক বিকাশের জন্য সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন বলে জানা যায়।
পাশাপাশি এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মন্ডভিয়ার সঙ্গে দিল্লির বাসভবনে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোগত বিকাশে সরকারের চলমান প্রকল্পগুলি সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বিস্তারিত ভাবে অবহিত করেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে সব ধরনের সহায়তা প্রদানে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন বছর লে জানান মুখ্যমন্ত্রী।