কৃষি দপ্তরের সহযোগিতায় লাউগাং এলাকায় ড্রীপ এরিগেশনের মাধ্যমে তরমুজ চাষে সফল্য অর্জন করলো এক চাষী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ আগস্ট || রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বীগুন করতে। রাজ্য সরকারের এই চিন্তাভাবনাকে সফল করতে কাজ করে যাচ্ছে বগাফা কৃষি দপ্তর। বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে কৃষকদের উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষিজ ফসল উৎপাদনের প্রশিক্ষন ও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। বগাফা কৃষি দপ্তরের দায়িত্বে সুজিত কুমার দাস আসার পর থকে কৃষকরা কৃষিজ ফসল উৎপাদনের জন্য বিভিন্ন প্রকারের উন্নত মানের প্রযুক্তির সামগ্রী ব্যাবহার করছে। এই সকল সামগ্রী ব্যবহারের জন্য কৃষি দপ্তর থেকে কৃষকদের মাঠে নিয়ে বিশেষ প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। এরইমধ্যে উন্নতমানের প্রযুক্তি ড্রীপ এরিগেশনের মাধ্যমে বগাফা কৃষি দপ্তরের সহযোগীতায় পি এম কে এস ওয়াই প্রকল্পে লাউগাং এলাকায় বাসিন্দা প্রবীর কুমার দাসকে তরমুজ চাষের জন্য সহযোগীতা করা হয়। এই প্রকল্পে প্রবীর কুমার দাস বর্ষার মরশুমে তরমুজ চাষকরে বিশেষ সাফল্য অর্জন করেছে। সম্প্রতি কৃষকের তরমুজ চাষের জমি পরিদর্শন করেন বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজীত কুমার দাস, বাইখোড়া কৃষি দপ্তরের সেক্টর অফিসার দীপক দাস সহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মীরা। সকলে মাঠে গিয়ে তরমুজ চাষের বিভিন্ন দিকগুলি পরিদর্শন করেন ও কৃষকে তরমুজ চাষের বিভিন্ন দিকগুলি সম্পর্কে জানান দেন। এই অসময়ে তরমুজ চাষ সম্পর্কে সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে কৃষক জানান এই তরমুজ চাষে তিনি উপকৃত হয়েছেন। তিনি জানানা, কৃষি দপ্তরের আধিকারিকরা তরমুজ চাষের জন্য সর্বদা সাহায্যের হাত বারিয়ে দিয়েছেন। এতেকরে কৃষক খোবই উপকৃত হয়েছেন। অপরদিকে এই তরমুজ চাষের বিভিন্ন দিক নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরলেন বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*