দিল্লিতে বেড়ে গেছে ঝাঁটার দাম, তবু মিলছে না

kjjtজাতীয় ডেস্ক ।। হঠাৎ করেই ভারতের রাজধানীতে দিল্লিতে বেড়ে গেছে ঝাঁটার চাহিদা। অবশ্য তা আম আদমি পার্টির দিল্লি জয়ের পরই। দলটির প্রতীক ছিল ঝাঁটা। আর তাই বলা হচ্ছে, দিল্লি থেকে বিরোধীদলকে ঝেঁটিয়ে বিদেয় করে দিয়েছে আমআদমি পার্টি।
আপের জয়জয়াকারে তাই রাজধানীতে মহামূল্যবান হয়ে উঠেছে ঝাঁটা। আপ নেতা-কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রতীক হাতে বিজয় উৎসবের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই দিল্লিতে পাল্লা দিয়ে বাড়ছে ঝাঁটার দাম।
সাধারণভাবে যে ঝাঁটা বিক্রি হতো খুব বেশি হলে ৩০ থেকে ৫০ টাকায়, মঙ্গলবার সেই ঝাঁটার দামই বেড়ে দাঁড়িয়েছে ২০০। রাজধানীতে একদিনেই ঝাঁটার চাহিদা এতটাই বেড়ে গেছে যে আপ সমর্থকরা অভিযোগ করেছেন দোকানে দোকানে ঘুরে বেশি টাকা খরচ করতে রাজি থাকলেও আর পাওয়া যাচ্ছে না ঝাঁটা।
বিক্রেতারা জানিয়েছেন, বুথফেরত সমীক্ষায় আপ-এর জয়ের গন্ধ পেয়ে সোমবার থেকেই বিক্রি হয়েছে ঝাঁটা। এখন তাদের কাছে আর ঝাঁটা নেই। তাই কিনতে চেয়েও যোগানের অভাবে দোকান থেকে ঝাঁটা ছাড়াই ফিরতে হচ্ছে বহু মানুষকে।
ঝাঁটার দাম বাড়লেও এবং যোগান কমলেও হাল ছাড়তে নারাজ কেজরিওয়ালের দলের কর্মী-সমর্থকরা। রাস্তায় রাস্তায় এবং পার্টি হেডকোয়ার্টারের সামনে উৎসবে সামিল হতে এখন যেনতেন প্রকারে ঝাঁটা জোগাড়েই তারা ব্যস্ত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*