দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ ফেব্রুয়ারী ।। সোমবার রাতেই অনিল সরকারের মৃত্যু সংবাদ জেনেগিয়েছিলেন রাজ্যের মানুষ, শুরু হয়েছিল প্রতীক্ষা দিল্লী থেকে দেহ কখন এসে পৌঁছুয় রাজ্যে, বেসরকারী বিমানে দিল্লী থেকে মরদেহ নিয়ে আগরতলায় পৌঁছিয়ে সকাল সোয়া দশটা নাগাদ। রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত অনিল সরকারের মরদেহ নিয়ে শহর অভিমুখের যাত্রায় বাইকে দলীয় পতাকা অর্ধনমিত রেখে সঙ্গ দেয় দলীয় কর্মীরা।
প্রয়াত অনিল সরকারের মরদেহ বাহী শকট বিভিন্ন স্থান হয়ে পৌঁছে যায় মেলারমাঠের সদর কার্যালয়ের সামনে, যেখানে অসংখ্য দলীয় সমর্থক সাধারন মানুষ আগে থেকেই ভীড় জমিয়েছিলেন – কেউ শেষ দেখার আশায় আবার অনেকেই পুস্পস্তবকে শ্রদ্ধা অর্পণ করেন। ৭৬টি লাল নিশান অর্ধনমিত অবস্থায় রেখে বিনম্র শ্রদ্ধা অর্পণ করেন প্রয়াত কবি মন্ত্রীকে।