আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || মহাকরণ অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলো নার্সিং পাশ করা রাজ্যের কয়েক শতাধিক এএনএম এবং এমপিডব্লিউ ডিগ্রীধারি বেকাররা। তাদের অভিযোগ, ২০১৬ সালের পর থেকে এ এন এম উত্তীর্ণদের এম পি ডব্লিউ হিসাবে নিয়োগ করা হচ্ছে না। এই অভিযোগ এনে চাকুরির দাবিতে বুধবার রাজধানীর গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এএনএম এবং এমপিডাব্লিও ডিগ্রীধারি বেকার যুবক যুবতীরা। প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার সাথে দেখা করতে গেলে কোন সদুত্তর পায় নি। অবশেষে তারা বিক্ষোভ করে মহাকরণ যায়। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশ লাইন নিয়ে যায়।
