আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || বুধবার নানান কর্মসূচীতে অমরপুর মহকুমায় গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন অমরপুর মহকুমার নতুনবাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের দ্বারোদঘাটন করেন তিনি। এখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। দ্বারোদঘাটনের পর নয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। পাশাপাশি যাবতীয় পরিকাঠামো সম্পর্কে খোঁজখবর নেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার সকল অংশের মানুষকে স্বাস্থ্য পরিষেবার সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, কোভিড কালীন পরিস্থিতিতে নিজ স্কুলের ছাত্রীদের পাশাপাশি অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের ভ্যাক্সিনেশন প্রদানে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নতুনবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমঙ্গল চাকমা। তাই নতুনবাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের দ্বারোদঘাটন অনুষ্ঠানে এসে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নতুনবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমঙ্গল চাকমাকে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেই সঙ্গে সম্মানিত করলেন দুই ছাত্রী অঙ্কিতা দেবনাথ ও গোপা রাণী ত্রিপুরা এবং দুই ছাত্র স্বর্ণদীপ সাহা ও কর্ণ আচার্যকে।