দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ ফেব্রুয়ারী ।। প্রয়াত অনিল সরকারের মরদেহ ধলেশ্বরস্থিত বাড়ীতে পৌঁছুলে আত্মীয় পরিজন এলাকার মানুষের আর্ত ক্রন্দনে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
সোমবার রাতেই অনিল সরকারের মৃত্যু সংবাদ জেনেগিয়েছিলেন রাজ্যের মানুষ, শুরু হয়েছিল প্রতীক্ষা দিল্লী থেকে দেহ কখন এসে পৌঁছুয় রাজ্যে, বেসরকারী বিমানে দিল্লী থেকে মরদেহ নিয়ে আগরতলায় পৌঁছিয়ে সকাল সোয়া দশটা নাগাদ।
প্রয়াত অনিল সরকারের মরদেহ প্রথমে পৌঁছুয় বিধানসভা ভবনে, পথে বিভিন্ন সংগঠন ও সাধারন জন পুস্পার্ঘ্য অর্পনে শ্রদ্ধা জানায়।