টিএসআর দ্বিতীয় বাহিনীর ক্যাম্পে আয়োজিত সৈনিক সম্মেলনে জোয়ানদের সাথে সৌহার্দ্য বিনিময়ে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট || স্বাধীনতার ৭৬’তম দিবসে জিরানিয়ায় টিএসআর দ্বিতীয় বাহিনীর ক্যাম্পে জোয়ানদের নিয়ে সৈনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সৈনিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। জোয়ানদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখলেন ক্যাম্পের চত্বর।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, জোয়ানদের সঙ্গে সৌহার্দ্য বিনিময়ের সময় তাঁদের চোখে মুখে যে খুশির আবহ দেখলাম, তা আমার কাছে এক অন্যরকম অনুভূতি। তিনি বলেন, আমাদের মধ্যে নানা রকম অসুবিধা আছে বলেই আমরা বেঁচে আছি। আমি মনে করি এরাজ্যের গর্বের টিএসআর বাহিনীর জোয়ানরা বিভিন্ন সময়ে নানা রকম প্রতিকূলতাকে মোকাবেলা করে এগিয়ে চলেছেন। তার জন্যই আজ সবার বিশ্বাস অর্জন করতে পেরেছে। কাজের প্রতি ডিসিপ্লিন এবং দেশ ও দশের কথা চিন্তা করে এই বাহিনী কাজ করে চলেছে বলেই আজ শুধু ত্রিপুরা রাজ্যে নয়, এই বাহিনীর সুনাম সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। রাজ্য সরকার এই বাহিনীর জওয়ানদের স্বার্থে আরো কিছু সুবিধা প্রদান করতে আগ্রহী বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইতিমধ্যে এই বাহিনীর জোয়ানদের অবসরের বয়সসীমা তিন বছর বৃদ্ধি করা হয়েছে। রেশন মানি বাড়িয়ে দেয়া হয়েছে। রাজ্যের নিজস্ব প্যারামিলিটারি ফৌজ হিসেবে টিএসআর বাহিনীর জোয়ানরা যেভাবে জন নিরাপত্তার কাজের পাশাপাশি সামাজিক কাজে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছে, তাতে আমি ভীষণভাবে খুশি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*