বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ আগস্ট || শান্তিরবাজার পৌর এলাকা ও শহর এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে পৌর পরিষদের সি ও তথা শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ও ডেপুটি সিও তথা ডি সি এম প্রীতম সরকার। মঙ্গলবার পৌর এলাকার উন্নয়ন ও শহরের উন্নয়ন নিয়ে পৌর পরিষদের কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সন্মেলনের মধ্য দিয়ে শান্তিরবাজার মহকুমা শাসক জানান, শান্তিরবাজার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাজারে ছরিয়ে ছিটিয়ে থাকা রেষ্টুরেন্ট গুলিকে একটি জায়গায় নিয়ে আধুনিক ভেন্ডিং জোন নির্মান করা হয়। এই ভেন্ডিং জোন আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন বিধায়ক প্রমোদ রিয়াং। অপরদিকে শান্তিরবাজার শহরকে স্মার্ট সিটির ন্যায় সাজিয়ে তুলতে সরকারি আর্থিক সহযোগীতায় শান্তিরবাজার ব্রীজ সংলগ্ন এলাকায় এল ই ডি ডিসপ্লে লাগানো হয়েছে। শান্তিরবাজার শহরকে চুরির হাত থেকে রক্ষা করতে ও নেশার প্রকোপ কমাতে সমগ্র শহর এলাকাজুরে লাগানো হয়েছে সি সি ক্যামেরা। এই সি সি ক্যামেরার কন্ট্রোল রুম বানানো হয়েছে শান্তিরবাজার থানায়। শান্তিরবাজার পৌর এলাকায় অনুষ্ঠান বাড়ীতে জল সরবরাহ করতে ২০০০ লিটারের একটি অত্যাধুনিক জলের ট্যাঙ্ক আনা হয়েছে। অপরদিকে সাংবাদিক সন্মেলনে সাংবাদিকদরা মহকুমা শাসকের নিকট প্রশ্ন রাখে শান্তিরবাজার শহরে সরকারি জায়গাজুরে অবৈধভাবে দোকানপাঠ খোলা হয়েছে যার মধ্যে বিশেষ ভাবে রয়েছে শান্তিরবাজার জেলা হাসপাতাল সংলগ্ন একটি পার্টি অফিস। এই প্রশ্নের জবাবে মহকুমা শাসক জানান, এই ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহন করবেন। তাছারা পৌর এলাকায় জল নিষ্কাষনে ড্রেইনের নির্মান করা হবে বলে জানান। এই সাংবাদিক সন্মেলনের মাধ্যমে কাউন্সিলার শ্যামলাল দেবনাথ জানান, পৌর এলাকায় জলের সমস্যা রয়েছে তা আগামী কয়েকমাসের মধ্যে সমাধানের প্রয়াস করা হবে। জলের সমস্যা সমাধানে টেন্ডার ডাকা হবে বলে জানান কাউন্সিলার। এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন পৌর পরিষদের সি ও অভেদানন্দ বৈদ্য, ডেপুটি সি ও প্রীতম সরকার, পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, কাউন্সিলার শ্যামলাল দেবনাথ সহ অন্যান্যরা।