আন্তর্জাতিক ডেস্ক ।। দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি সেতুতে এক দুর্ঘটনায় ১০০ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছেন অন্তত দু’জন। আহত হয়েছেন ৪২ জন।
বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা ইয়োনহ্যাপের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে দুর্ঘটনার কারণ পরিষ্কার করে জানানো হয়নি। প্রাথমিক পুলিশি তদন্তে জানা গেছে, কুয়াশাময় আবহাওয়ায় একটি বাস একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়ার পর ঘটনা শুরু হয়। এরপর থেকে একের পর এক দ্রুতগতির বাহন ঘটনাস্থলে এসে দুর্ঘটনায় পড়তে থাকে।
ইয়ংজিং দ্বীপের বিমানবন্দরটির সঙ্গে ইনচেয়ন ও সিউলের সড়ক যোগাযোগ পথের মধ্যে সেতুটি অবস্থিত। তুষারাচ্ছন্ন রাস্তাকে দুর্ঘটনার আরেক কারণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কুয়াশায় ঢাকা সেতুটিতে দুর্ঘটনাকবলিত গাড়ির জট থেকে লোকজনকে উদ্ধার করার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনার পর সেতুটিতে গাড়ির চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর বেশ কয়েকজন চালক জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে শব্দ শোনা গেলেও সামনের কিছু দেখা যায়নি।