দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১১ ফেব্রুয়ারী ।। শেষ বিদায়ের মিছিলে শ্লোগান ছিল না, তবে মৌন মিছিলের অন্তরালে ছিল শপথ আর প্রতিজ্ঞা পূরনের প্রচ্ছন্ন বার্তা, ছিল প্রয়াতের পদাঙ্ককে পাথেয় করে এগিয়ে চলার অকথিত সংকেত। বিশিষ্ট থেকে সাধারন জন মৌন মিছিলে পথ পাড়ি দিয়েছেন একত্রে এক পথে। নির্দিষ্ট পথ পরিক্রমা করে বটতলা মহাশ্বশানে প্রয়াত অনিল সরকারের মরদেহ পৌঁছুনোর আগেই মানুষের নেতাকে শেষ দেখা আর শ্রদ্ধা জানাতে মানুষে মানুষে একাকার হয়ে যায়।