দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১১ ফেব্রুয়ারী ।। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম বিদায়ে গার্ড অব অনার এবং জাতীয় পতাকায় ঢেকে দেয়া হয় প্রয়াত অনিল সরকারের নশ্বর দেহ। বটতলা মহাশ্বশানে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার সহ বামফ্রন্টের বিশিষ্ট নেতা-নেত্রী, CPI(M) রাজ্য কমিটির পদাধিকারী, দলীয় সভ্য সমর্থক আর মানুষের ভীড়ে বিদায় বেলাতেও জননেতা জানান দিয়ে গিয়েছেন তিনি অমর হয়ে থাকবেন মানুষের অধিকারের আন্দোলন, ভাষার বর্ণমালায়, নিস্পেষিত মানুষের গন আন্দোলনে।