স্পোর্টস ডেস্ক ।। ভারতের সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটের রোববারের হাইভোল্টেজ ম্যাচের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জরিমানা হলো পাকিস্তানের আট খেলোয়াড়ের।
সূত্রের খবর, গত রোববার রাতে দেরি করে সিডনির হোটেলে ফেরার শাস্তি হিসেবে ৩০০ অস্ট্রেলিয় ডলার (২৩০ মার্কিন ডলার) জরিমানা হয়েছে সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি, ওপেনার আহমেদ শেহজাদসহ ৮ ক্রিকেটারের।
নাম প্রকাশে অনিচ্ছুক পাক টিমের একটি সূত্র জানিয়েছে, ওই ক্রিকেটাররা স্থানীয় বন্ধুবান্ধবদের সঙ্গে ডিনার সারতে হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন, ফিরেছিলেন নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাওয়া।
পাক টিমের বর্তমান ম্যানেজার নাভিদ চিমা সেনাবাহিনীর প্রাক্তন কর্তা তিনিসহ গোটা পাক টিম ম্যানেজমেন্ট আফ্রিদিদের এহেন টিম কারফিউ ভাঙায় প্রচণ্ড ক্ষুব্ধ বলে দাবি সূত্রটির দাবি।।
জানা গেছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বেশি রাত করে হোটেলে ফেরা ক্রিকেটারদের সাবধান করে দিয়ে বলা হয়েছে, এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে টুর্নামেন্ট থেকে তাদের বের করে দেয়া হবে। বিমানে তুলে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে তাদের।
তবে চাপের মুখে ওই ক্রিকেটাররা ক্ষমা চেয়ে নিয়ে ভবিষ্যতে এমন আর হবে না বলে এ যাত্রায় রেহাই পেয়েছেন।
পাক ক্রিকেটারদের মাঠের বাইরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জড়িয়ে পড়া নতুন কিছু নয়। ২০১০ সালে ইংল্যান্ডে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের মতো তিন নামজাদা পাক ক্রিকেটার।
লর্ডস টেস্টে পয়সা নিয়ে ইচ্ছাকৃত নো বল করার ঘটনায় তিনজনই দোষী সাব্যস্ত হন। আইসিসি তিনজনকে ৫ বছরের জন্য নির্বাসন দেয়। তাদের সঙ্গেই জেলে যেতে হয় এজেন্ট মজহর মজিদকেও।