স্পোর্টস ডেস্ক ।। স্বপ্ন এবার সত্যি হলো। পর্দা উঠলো ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের। বিশ্বকাপ আসর শুরুর দুই দিন আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হাগলি ওভালে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে।
এরই মধ্যে দেশটির সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে এ অনুষ্ঠানে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যাণ্ড এ দুই আয়োজক দেশেই টুর্নামেন্ট শুরুর অনুষ্ঠান চলবে। তবে ক্রাইস্টচার্চে বিশ্বকাপের উদ্বোধনী হলেও মূল ‘খাঁটি’ উদ্বোধনী হবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
মেলবোর্নের এই অনুষ্ঠানে ১৪টি দলের ক্রিকেট অধিনায়কের সঙ্গে থাকবে দলের খেলোয়াড় ও সাবেক তারকারা। এ উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকবেন জেসিকা হিলডা মাওবো, টিনা এরেনাসহ আরও অনেকেই।
এরপর প্রথাগত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্বকাপের দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়ার বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে সেখানে।