স্বাস্থ্য ও সচেতনতা ডেস্ক ।। হঠাৎ অসুখ-বিসুখ তো আর বলেকয়ে আসে না। হুটহাট করেই তার আগমন ঘটে। এমন হলো, হঠাৎ করেই বেশ শরীর খারাপ করল আপনার। আর আপনি সাহায্য চাইলেন গুগলের কাছে। কী খুব অবাক হচ্ছেন, তাই তো? ঘটনা কিন্তু এরকম ঘটবে।
সবজান্তা গুগল এবার আপনার ডাক্তারের ভূমিকায়। মঙ্গলবার গুগলের তরফে এমন কথাই জানানো হয়েছে৷ জনপ্রিয় এ সার্চ ইঞ্জিনটির দাবি, খুব তাড়াতাড়ি তাদের পরিষেবায় একটি নয়া পালক যুক্ত হতে যাচ্ছে৷ নতুন এ পরিষেবায় এবার থেকে মেডিকেল-সম্পর্কিত সমস্ত তথ্য গুগল থেকে জানা যাবে৷
শুধু তথ্য নয়, বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শও নেয়া যাবে গুগলের এ পরিষেবার মাধ্যমে৷ কিছু দিনের মধ্যেই এ পরিষেবা চালু হবে বলে গুগলের তরফে জানানো হয়েছে৷
বলার অপেক্ষা রাখে না, গুগলের এ পরিষেবা চালু হলে উপকৃত হবে বিশ্বের নানা প্রান্তের কয়েক কোটি মানুষ৷