এবার পিকের রিমেক হচ্ছে

pkতারায়-তারায় ডেস্ক ।। আমির খানের সাড়া জাগানো ছবি পিকে। এছবির এখন সাফল্যের চূড়ায়। দক্ষিণের নায়ক-নির্মাতা কমল হাসান হিন্দি এ ছবির তামিল সংস্করণ করবেন। এতে আমির খান অভিনীত চরিত্রটি রূপায়ণও করবেন তিনি।

এ বিষয়ে কমল হাসান এরই মধ্যে পিকে ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া এবং পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কথা বলেছেন। জানা গেছে, কপিরাইট কেনার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। বলিউডের ইতিহাসে অন্যতম ব্যবসা-সফল এ ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৫ কোটি রুপি।

আর এ পর্যন্ত আয় হয়েছে ৬৪৯ কোটি রুপিরও বেশি। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর ১৫৩ মিনিট ব্যাপ্তির এ ছবিটি মুক্তি পায়। ছবিটি ভারতে এ যাবৎকালের সব ছবির ব্যবসায়িক রেকর্ড অতিক্রম করে।
এখনো পর্যন্ত তুমুল জনপ্রিয়তায় ব্যবসা করে যাচ্ছে এ ছবি। ছবিটির তামিল ভার্সনের সফলতা নিয়ে কমল হাসান খুবই উচ্ছ্বসিত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*