আন্তর্জাতিক ডেস্ক ।। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ‘পরাজিত হবে’। ওবামা বলেন, আমাদের জোট আক্রমণে রয়েছে। অন্যদিকে, আইএস আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং আইএস হারতে চলেছে। আইএসের বিরুদ্ধে সামরিক বাহিনীর স্থল-অভিযানের বিষয়ে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে অনুমোদন চাওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। খবর বিবিসি’র।
যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি দীর্ঘায়িত স্থলযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে সতর্ক করে দেন ওবামা। আইনপ্রণেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গত বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী আইএসের বিরুদ্ধে কয়েক হাজার বিমান অভিযান পরিচালনা করেছে। ইরাকে হামলার ব্যাপারে ২০০২ সালে কংগ্রেসের অনুমোদন চেয়েছিলেন জর্জ ডব্লিউ বুশ। এরপর প্রথমবারের মতো অনুমোদন চাইলেন ওবামা।