লোকালয় থেকে উদ্ধার অজগর সাপ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ সেপ্টেম্বর || শান্তিরবাজার পৌর পরিষদের ১১নং ওয়ার্ডে আশ্রমটিলা এলাকায় বৃহস্পতিবার বিকেলে একটি অজগর সাপ দেখতে পায় এলাকাবাসী। এলাকার কাউন্সিলারের ধানের জমিতে এই সাপ দেখা যায়। পরবর্তী সময় এলাকাবাসী এই সাপটিকে আটক করে বন দপ্তরে খবর দেয়। এইদিকে লোকালয়ে অজগর সাপ আটক করার ঘটনা এলাকায় ছরিয়ে পরতেই অজগর সাপ দেখার জন্য এলাকার লোকজন্য কৌতুহল জাগে। পরবর্তী সময় বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটিকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
জানা যায়, এই অজগর সাপটির বয়স আনুমানিক ১ মাস হয়েছে। অপরদিকে যেই ব্যাক্তি সাপটি আটক করছেন তিনি সংবাদমাধ্যমের সামনে জানান, এই এলাকায় প্রথমবারের মতো অজগর সাপ দেখা গেলো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*