রাজ্যসভার একটিমাত্র আসনের উপ-নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন শাসক ও বিরোধী দলের ৫৮ জন বিধায়ক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর || বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যসভার একটিমাত্র আসনে সম্পন্ন হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিধানসভার লবিতে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। শাসকদল বিজেপি’র প্রার্থী ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিরোধী দল সি পি আই (এম) থেকে প্রার্থী ছিলেন বাম বিধায়ক ভানুলাল সাহা।
৬০ সদস্য বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় ভোট দেওয়ার যোগ্য ছিলেন ৫৯ জন সদস্য। সিমনার বিধায়কের বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার ফলে তিনি ভোট দানের অধিকার হারান। ভোট দানের যোগ্য ৫৯ জন সদস্যের মধ্যে ৫৮ জন সদস্য এইদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। একজন সদস্য ভোট দান থেকে বিরত থাকেন।
এদিন ত্রিপুরা বিধানসভার লবিতে রাজ্যসভার একটি আসনের জন্য উপ-নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রাম প্রসাদ পাল, ভগবান চন্দ্র দাস, সান্তনা চাকমা, বিধায়িকা কল্যাণী রায় সহ শাসক ও বিরোধী দলের বিধায়করা।
এদিনের উপ-নির্বাচনে জয়ী হন শাসক দলের প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি ভোট পেয়েছেন ৪৩ ভোট। বিরোধী দলের প্রার্থী ভানু লাল সাহা ভোট পেয়েছেন ১৫ ভোট।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*