আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || পদ্ম শিবির থেকে বেড়িয়ে আসলেন করবুকের বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা। তিনি ৪৩-করবুক (এস টি) বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন। শুক্রবার সকালে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেবর্বমনকে সাথে নিয়ে উনার পদত্যাগ পত্র জমা দিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর নিকট। জানা যায়, তিপ্রা মথা দলে যাওয়ার প্রস্তুতি চলছে বলে খবর।