পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৯

pakআন্তর্জাতিক ডেস্ক ।। পাকিস্তানের পেশোয়ারের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা ও অস্ত্রধারীদের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক। আহতদের পেশোয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খাইবার পাখতুনখোয়ার তথ্যমন্ত্রী মুসতাক ঘানি এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, মসজিদের ভেতর কমপক্ষে ৮০০ মানুষ ছিল।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দেয়া তথ্যমতে, তিনজন আত্মঘাতী হামলাকারী মসজিদে ঢুকেছিল। এদের মধ্যে একজন নিজেকে উড়িয়ে দিতে পারলেও বাকি দুজন নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা অবশ্য গণমাধ্যমকে জানিয়েছে, তারা তিন হামলাকারীকে পালিয়ে যেতে দেখেছে। হামলার খবর শোনার পরপরই নিন্দা জানান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও প্রেসিডেন্ট মামনুন হুসাইন।

এছাড়া পাখতুনখোয়ার ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানসহ পাকিস্তান জামায়াতে ইসলামি ও এমকিউএম এর নেতারাও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
এ ঘটনার দুই সপ্তাহ আগেই শিকারপুরের ইমামবারগায় এক আত্মঘাতি হামলায় মারা যায় ৬১ জন। সূত্র : ডন

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*