আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিতে গেলেন সস্ত্রীক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার সকালে বিজেপি ত্রিপুরা প্রদেশ প্রভারী ডাঃ মহেশ শর্মা, উত্তর-পূর্বাঞ্চলের নব-নিযুক্ত কো-অর্ডিনেটর ডঃ সম্বিত পাত্রা সহ সাংসদ বিপ্লব কুমার দেব মাতা ত্রিপুরার সুন্দরী মন্দিরে গিয়ে পূজোর্চনা করেন। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিয়ে পাশে থাকার শিব মন্দিরে পূজো দেন। পরে সেখান থেকে কল্যাণ সাগরের তীরে গিয়ে মাছ ও কচ্ছপকে খাবার দেন।
পরে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যবাসীর মঙ্গল কামনায় তিনি মাতা ত্রিপুরেশ্বরীর কাছে পূজো দিয়েছেন। উনি রাজ্যসভার মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন বলেও আশ্বাস দেন।
এদিন সকালে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের আগমনকে কেন্দ্র করে দলীয় কর্মীর সমর্থকদের উপস্থিত ছিল ব্যাপক সংখ্যায়।