তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। বিজয় সরকারের সেই গানটি মনে আছে? ওই যে, এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে/সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। হবেই রে ভাই, এ জগতে কেউ সারাজীবন বেঁচে থাকে না। তবে আপনি চলে গেলেও বেঁচে থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।
তবে এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হচ্ছে, মৃত্যুর আগে আপনার কোনো উত্তরাধিকারীকে এর দায়িত্ব দিয়ে যেতে হবে। তবে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাকাউন্টের মালিকের মৃত্যুর পরেও উত্তরসূরী আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারবে। ছবি আপলোড করতে পারবে, এবং তাতে কমেন্টও করতে পারবে। আপাতত এ পরিষেবাটি পাওয়া যাবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে।
ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এ সুবিধা। এমনই জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত ফেসবুকে অ্যকাউন্টের মালিক মারা যাওয়ার খবর পেলে কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি বন্ধ করে দিত।
এবার অ্যাকাউন্টের মালিক চাইলে মৃত্যুর পরেও তার অ্যাকাউন্ট চালুই থাকবে।