আসাম পৌরসভা বিজেপির দখলে

bjpজাতীয় ডেস্ক ।। সকলে মনে করেছিল দিল্লীতে বিজেপি’র শোচনীয় পরাজয় এবার বুঝি রাশ টানবে মোদি ঝড়ে। কিন্তু সেটা আসামে ঘটলো না। ভারতে যে কয়টি হাতেগোনা রাজ্যে এখনও কংগ্রেসের সরকার রয়েছে, সেগুলির অন্যতম অাসামে পৌরভোটে দারুণ ফল দেখাল বিজেপি। তরুণ গগৈয়ের রাজ্যে ৭৪৩টি ওয়ার্ড ও ৭৪টি পৌরবোর্ড, টাউন কমিটির নির্বাচনে জয়জয়কার বিজেপির। অর্ধেকেরও বেশি আসনে জিতেছেন বিজেপি প্রার্থীরা।

এপর্যন্ত ৭০২টি ওয়ার্ডের ভোটের ফল প্রকাশিত হয়েছে। বিজেপি জিতেছে ৩৪০টিতে, কংগ্রেস, অাসাম গণ পরিষদ, এআইডিইউএফ, এনসিপি জিতেছে যথাক্রমে ২৩২টি, ৩৯টি, ৮টি, ৪টি ওয়ার্ডে জয়ী হয়েছে। বিপিএফ, সিপিএম পেয়েছে একটি করে ওয়ার্ড। নির্দল প্রার্থীদের দখলে গিয়েছে ৭৭টি ওয়ার্ড।

অাসামের রাজ্য নির্বাচন কমিশনার এইচ এন বোরা জানিয়েছেন, ৭৪টি পৌরবোর্ড ও কমিটির মধ্যে বিজেপি জিতেছে ৩০টিতে, কংগ্রেস ১৭টি, অসম গণ পরিষদ ২টি, এনসিপি একটিতে জয়ী হয়েছে চারটিতে দুটি দলের মধ্যে টাই হয়েছে। ১০টিতে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

২০০৯-এর পৌরভোটে কংগ্রেস একচেটিয়া দাপট দেখিয়েছিল। ৪০০টিরও বেশি ওয়ার্ডে জিতেছিল তারা। অাসাম গণ পরিষদ ও বিজেপি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল।

অর্থাত এবারের পৌরভোটে তিন থেকে একেবারে এক নম্বরে উঠে আসছে বিজেপি, যা ২০১৬-য় বিধানসভা ভোট হতে চলা পশ্চিমবঙ্গের কাছে অত্যন্ত তাত্পর্যপূর্ণ হতে চলেছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।

দলের আসাম শাখার নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, রাজ্যের পৌরভোটে প্রশংসনীয় ফল দেখানোয় আসাম বিজেপির সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*