আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর || রাজ্যে ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ। সোমবার ত্রিপুরা বিধানসভার দ্বাদশ অধিবেশনের শেষ দিনে কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ আনিত দৃষ্টি আকর্ষণী নোটিসের উপর বিবৃতি দিতে গিয়ে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, রাজ্যে নেশা বিরোধী অভিযান বৃদ্ধি করার ফলে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, ব্রাউন সুগার, নেশার টেবলেট ইত্যাদি বাজেয়াপ্ত করা হচ্ছে। একই সাথে সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ও নেশা সামগ্রী পাচারকারিদের গ্রেপ্তার করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এস আই টি গঠন করেছে। যাতে করে সঠিক তদন্তক্রমে নেশা কারবারিদের নেটওয়ার্ক ধংস করা যায় এবং নেশা কারবারের মূল পাণ্ডাদের গ্রেপ্তার করা যায়। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে, নেশা মুক্ত ত্রিপুরা গড়ার প্রচারের পাশাপাশি, নিয়মিত ভাবে নেশা বিরোধী অভিযান চালানো হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।