কেজরিওয়ালের নতুন মন্ত্রী সভায় থাকছেন যারা

kjজাতীয় ডেস্ক ।। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজধানী দিল্লিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি (আপ)। আগামী ১৪ নভেম্বর রাজধানীর রামলীলা ময়দানে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আপ সূত্রে জানা গিয়েছে, উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন দলের শীর্ষ নেতা মণীশ সিসোদিয়া। বুধবারে রাতে কেজরিওয়ালের কৌসম্বীর বাসভবনে দলের রাজনৈতিক বিষয়ক কমিটির (পিএসি) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপ-মুখ্যমন্ত্রী পদে হঠাৎ সিসোদিয়া কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, জাতীয় স্তরে দলকে উন্নীত করার দিকে লক্ষ্য দিতে চান কেজরিওয়াল। তাই উপ-মুখ্যমন্ত্রী পদে সিসোদিয়াকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল স্তর থেকে দলকে শক্তিশালী করে তোলার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রথমবার আপ ক্ষমতায় আসার পর কেজরিওয়ালের নেতৃত্বে ৪৯ দিনের যে সরকার গঠিত হয়, তাতে শিক্ষা, পূর্ত, নগরোন্নয়ন ও স্থানীয় প্রশাসনের দায়িত্বে ছিলেন সিসোদিয়া। কেজরিওয়ালের মন্ত্রিসভার অন্য সদস্যেরা হলেন সত্যেন্দ্র জৈন, আদর্শ শাস্ত্রী, সৌরভ ভরদ্বাজ, জিতেন্দর তোমর, কপিল মিশ্র, সন্দীপ কুমার ও অসীম আহমেদ খান। রাম নিবাস গয়াল দিল্লি বিধানসভার স্পিকার ও বন্দনা কুমার ডেপুটি স্পিকার হিসেবে নিযুক্ত হবেন বলে জানা গিয়েছে।

তবে এখনও পর্যন্ত কোনও মহিলা বিধায়কের নাম মন্ত্রিত্বের জন্য ঘোষণা করা হয়নি। গতবার যাকে নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল, সেই সোমনাথ ভারতীকে সম্ভবত মন্ত্রী করা হবে না বলে জানা গিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*