আন্তর্জাতিক ডেস্ক ।। কানাডার হ্যালিফ্যাক্স শহরে বিশ্ব ভালোবাসা দিবসে (ভ্যালেন্টাইনস ডে) নির্বিচার গুলি চালিয়ে গণহত্যার একটি গোপন পরিকল্পনা ভেস্তে দিয়েছে কানাডীয় পুলিশ। ওই পরিকল্পনায় জড়িত সন্দেহে এক মার্কিন নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। ওই চক্রের চতুর্থ ব্যক্তিকে মৃত অবস্থায় তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার হ্যালিফ্যাক্সের পুলিশ জানিয়েছে, পূর্ব উপকূলীয় প্রদেশ নোভা স্কটিয়ায় ভ্যালেন্টাইনস ডেতে পথে বের হওয়া লোকজনের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করার পরিকল্পনা করেছিল অন্ততপক্ষে দুই ব্যক্তি।
এই পরিকল্পনার সঙ্গে টিম্বারলের স্থানীয় নাগরিক ১৯ বছর বয়সি এক তরুণ ও যুক্তরাষ্ট্রের ইলিনয়ের জেনেভার ২৩ বছর বয়সি এক তরুণী জড়িত ছিলেন। তাদের অধীনে বিপুল গোলাবারুদ রয়েছে বলে মনে করা হচ্ছে।
এক বিবৃতিতে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, তারা জানতে পারেন ওই দুজন আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছে এবং ১৪ ফেব্রুয়ারি নোভা স্কটিয়ার হ্যালিফ্যাক্সে জনসমাগমস্থলে গিয়ে লোকজনকে খুন করার প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনা বাস্তবায়ন শেষে নিজেদেরও শেষ করে দেওয়ার কথা আছে তাদের।
ওই দুজন ছাড়াও ২০ ও ১৭ বছর বয়স্ক স্থানীয় দুই তরুণ ওই হত্যা পরিকল্পনায় জড়িত ছিল বলে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার তাদের একজনের লাশ নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল, বিবৃতিতে তা বলা হয়নি। তবে এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনাকে তারা ‘সন্ত্রাসী তৎপরতা’ হিসেবে চিহ্নিত করেননি।
নোভা স্কটিয়ার পুলিশ কর্মকর্তা ব্রায়ান ব্রেনান বলেছেন, ‘এরা বিচ্ছিন্ন একটি দল, যারা নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা চালাতে চেয়েছিল। কিন্তু এটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে চিহ্নিত করার মতো কোনো কিছু তদন্তে পাওয়া যায়নি।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘এই পরিকল্পনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে হুমকি নস্যাৎ করে দিতে পেরেছি বলে মনে করছি আমরা। এই মুহূর্তে ওই পরিকল্পনায় জড়িত সন্দেহে অন্য কাউকে খুঁজছি না আমরা।’ তবে ওই হত্যা পরিকল্পনায় জড়িতদের নাম প্রকাশ করা হয়নি।
তথ্যসূত্র : সিবিএস, রয়টার্স, বিবিসি।