পুজোর চাঁদা সংগ্রহ করার বিষয়ে দোকান ভাংচুর ও দোকানের কর্মীর উপর আক্রমনের অভিযোগ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ অক্টোবর || পুজোর চাঁদা সংগ্রহ করার বিষয়ে দোকান ভাংচুর ও দোকানের কর্মীর উপর আক্রমনের অভিযোগ উঠে আসলো। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার পূর্বপাড়া দূর্গা পূজো কমিটির উদ্দ্যোগে অন্যান্য বছরের ন্যায় এইবছরও দূর্গাপূজোর আয়োজন করাচহয়। বিজয়া দশমী শেষে শুক্রবার পূজো কমিটির উদ্দ্যোগে প্রতিমা বিষর্জনের সিদান্ত নেওয়া হয়। এরইমধ্যে শুক্রবার পূজো কমিটির উদ্দ্যোগে শান্তিরবাজারের ব্যাবসায়ী থেকে চাঁদা সংগ্রহ কারার কাজ শুরু করে। চাঁদা সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন দোকানে শুরু হয় চাঁদার জুলুম বাজ। শান্তিরবাজার সুগারমিল এলাকায় অজান্তা জুতার দোকানের শোরুমে গিয়ে দোকানের কর্মচারীর নিকট চাঁদা চায় পূজো কমিটির সদস্যরা। কর্মচারী ৫০০ টাকা চাঁদা দিয়েছেন বলে জানান। কিন্তু পূজা কমিটির সদস্যরা এই অল্প পরিমানে চাঁদা নিতে নারাজ। পরবর্তী সময় দোকানের কর্মচারীকে গালি গালাজ দিয়ে মারার হুমকি দেয় ও দোকানের বাইরে আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী ভাংচুর করেবলে অভিযোগ। এই নিয়ে দোকানের কর্মচারী মালিককে জানান। মালিকের পক্ষ থেকে চাঁদার জুলুম নিয়ে ও দোকান ভাংচুর সহ দোকানের কর্মচারীকে আক্রমন করার বিষয়ে শান্তিরবাজার থানায় জানানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার পুলিশ। জানা যায়, মালিকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটেযায় শান্তিরবাজার ব্যাবসায়ী কমিটির প্রেসিডেন্ট অমর মিত্র। তিনি দোকানে গিয়ে দোকানের মালিকের সাথে কথা বলেন ও সম্পূর্ন ঘটনাস্থল পরিদর্শন করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*