দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী ।। ত্রিপুরার সন্নিহিত রাজ্য মিজোরাম থেকে ১৯৯৭ সালে প্রচুর রিয়াং সম্প্রদায়ের মানুষ উদবাস্তু হয়ে রাজ্যে প্রবেশ করেছিলেন। মিজোরাম থেকে আগত শরণার্থীদের স্ব-ভূমে প্রত্যাবর্তনের প্রশ্নে বহুবার কেন্দ্রীয়স্তরে প্রয়াস নেয়া হলেও পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজ্জুর রাজ্য সফরের পরিবর্তীতে রিয়াং শরণার্থী এবং ত্রিপুরার শীর্ষস্তরের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আলোচনার গুরুত্ব অপরিসীম।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজ্য সফর উপলক্ষ্যে আখাউড়া সীমান্তে সীমান্ত বাহিনীর কর্ম তৎপরতার পাশাপাশি এ এম সি সহ রাজ্য আরক্ষা প্রশাসনের কর্মকর্তাদের দেখা গেছে তদারকীতে ব্যস্ত, নিরাপত্তা জোরদার করতে বোম স্কোয়াড, ডগ স্কোয়াডকেও তল্লাসীতে নামানো হয়।