সেলফি পাগল চোরের কাণ্ড

slfeআন্তর্জাতিক ডেস্ক ।। বিশ্বজুড়ে এখন একটা জ্বর বইছে, আর তা হচ্ছে সেলফি। নিজের পছন্দের মুহূর্তটিকে মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করতে কিশোর থেকে বুড়ো সবাই পাগল। সবার এরকম মাতামাতিতে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা।

গত বছর পাইলটের সেলফি জ্বরের কারণে যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় পড়েছিল একটি বিমান। আর এবার সেলফি জ্বরে আক্রান্ত হলো এক চোর। বেচারা চুরি করতে গিয়ে সেলফি তুলেছিল। আর এতেই তার পরিচয় প্রকাশ পেয়ে যায়।
এ ঘটনা ঘটেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। পুলিশ জানায়, ভিয়েনারে একটি ভবনের বেসমেন্টে রাখা দামি সাইকেল চুরি করার সময় চোর তার সেলফি তুলছিল।

এসময় ওই ভবনের সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে। সন্দেহ করা হচ্ছে ভিয়েনার বিভিন্নস্থানে টানা চারদিন সেই সাইকেল চুরি করেছে।
পুলিশ সম্প্রতি সেলফি তোলা অবস্থায় চোরের ছবিটি প্রকাশ করেছে। পুলিশের এক মুখপাত্র জানান, তাদের বিশ্বাস চোরটি আত্মগোপন করে আছে এবং সে একজন বিদেশি। এরই মধ্যে সে এদেশ ছেড়ে চলে গেছে।
পুলিশ এর কারণ হিসেবে বলেন, চোরের প্রকাশিত ছবিটি বেশ পরিষ্কার। পুলিশ নিশ্চিত যে কেউ না কেউ ওই চোরকে চেনে। পুলিশ আশা করছে, দ্রুত তার ছবিটি শেয়ার হবে এবং তারা চোরকে চিহ্নিত করতে পারবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*