ব্যাটিংয়ে ভারত-পাকিস্তানের আগের সব রেকর্ড ভাঙলেন কোহলি

vrtস্পোর্টস ডেস্ক ।। বিরাট কোহলি বিশ্বকাপের প্রথম ম্যাচ দিয়ে নিজের নতুন পরিচয় ক্রিকেট বিশ্বকে জানালেন। তিনি পাকিস্তান ও ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের আগের সব ব্যাটিং রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছেন।

দু’দেশের ক্রিকেটের নানা প্রশ্নের উত্তর হিসাবেই এখন উঠে আসবে বিরাট কোহলির নাম। যেই কোহলি বিশ্বকাপের আগে ব্যাটে রান পাচ্ছিলেন তিনি নিজেকে এত উচ্চতায় নিয়ে যেতে পারবেন তা হয়তো কল্পনাও করেন তিনি।

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে শতরান করে ইতিহাস গড়লেন বিরাট কোহলি কোহলি৷ ১১৯ বলে সেঞ্চুরি করেন দিল্লির ব্যাটসম্যান৷ এই অনবদ্য ইনিংসটি করেন ৭টি চারের সাহায্যে৷

এর আগে ২০০৩ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে সর্বোচ্চ ৯৮ রান করেছিলেন শচীন তেণ্ডুলকর৷ অন্যদিকে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাক দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান ছিল সৈয়দ আনোয়ারের৷

ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলোয়াড়ের সর্বোচ্চ ও পাকিস্তানের বিপক্ষে নিজ দেশের তারকা খেলোয়াড় শচীনের রেকর্ডও ভেঙ্গে দেন বিরাট কোহলি। দুই দেশের খেলোয়াড়দের মধ্যেই পরপস্পর মুখোমুখি ম্যাচের সর্বোচ্চ রানের রেকর্ড এখন কোহলির দখলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*