জাতীয় ডেস্ক ।। ভারতীয় দলকে জয়ের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বার্তায় তিনি বলেন, অভিনন্দন টিম ইন্ডিয়া। দারুণ খেলেছ। তোমাদের জন্য গর্বিত গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে ৭৬ রানে ধোনিবাহিনীর জয়ের পরই টুইটারে অভিনন্দন বার্তা পাঠান মোদি।
অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। তিনিও টুইট-বার্তায় পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেট অভিযানের শুরু করায় ধোনিবাহিনীকে বাহবা দিয়েছেন।
তিনি বলেছেন, আইসিসি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। পরের ম্যাচগুলোতেও আপনাদের জয়ের ধারা অব্যাহত থাকুক, এ কামনাই করছি।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলের সাফল্য কামনা করে আগেও বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাতে উদ্ধুদ্ধ হয়ে আজকের দুর্দান্ত জয়ের নায়ক বিরাট কোহলিও বলেছিলেন, আমাদের সবকিছু খেলার মাঠে উজাড় করে দেব। জয় হিন্দ!