আন্তর্জাতিক ডেস্ক ।। ইতালির উপকূলরক্ষীরা ২০০০এর বেশি অভিবাসন প্রত্যাশীকে ভূমধ্যসাগরের বুক থেকে উদ্ধার করেছে। লিবীয় উপকূল থেকে নিকটবর্তী ইতালীয় সমুদ্রসীমা থেকে তাদের উদ্ধার করা হয়। উপকূলরক্ষীদের এক কর্মকর্তা জানিয়েছেন এক চাঞ্চল্যকর সংবাদ।
অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করার সময় কালাশনিকভ রাইফেল হাতে স্পিডবোটে চড়ে আসে চার অজ্ঞাত। লিবীয় উপকূলের দিক থেকে তাদের আগমন ঘটে। সাগরের বুকে ভাসতে থাকা মানুষগুলোকে ইতালীয় জাহাজে তোলার পর শূন্য নৌকোগুলোর একটিকে বন্দুকধারীরা ফিরিয়ে দিতে বলে।
গেল সপ্তাহে প্রায় ৩০০ যাত্রী ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মারা যায়। এ মর্মান্তিক ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে। এর পরপরই ইতালীয় উপকূলরক্ষীরা আরও তৎপর হয়ে ওঠে। শুক্রবার লিবীয় উপকূল থেকে ৮০ কিলোমিটার উত্তরে সাগরের বুক থেকে উদ্ধার করা হয় ৬০০ জনকে।
রোববার টহলের কাজে চারটি উপকূলরক্ষী জাহাজ, দুটি জাহাজটানা শক্তিশালী নৌকা (টাগবোট) ও নৌবাহিনীর একটি জাহাজ ছাড়াও ব্যবহার করা হয় উড়োজাহাজ। বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়। তখন ইতালিতে অভিবাসনপ্রত্যাশীদের বারোটি নৌকা রক্ষীদের চোখে পড়ে। সেখান থেকে সকলকে শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
জাতিসংঘের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৪ সালে ইউরোপে অভিবাসন গড়ার আকাঙ্ক্ষা নিয়ে আসা অন্তত ৩,৫০০ মানুষের সলীল সমাধি ঘটেছে। এবং প্রায় ২০০,০০০ মানুষবে উদ্ধার করা হয়েছে।