বিচারের ভার সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলেন যুবরাজের বাবা

jbস্পোর্টস ডেস্ক ।। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ছেলের ফর্ম থাকলেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি কেন এ প্রশ্ন যুবরাজের বাবার। যুবরাজ সিংহের দলে না থাকা মেনে নিতে পারছেন না তার বাবা প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিংহ।
তিনি এদিন ভারতের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহকে একহাত নিয়েছেন। প্রাক্তন এই পেসার ছেলে দলে না থাকার জন্য ধোনিকেই দায়ী করলেন। যদিও যুবরাজ বাবার অভিযোগের সঙ্গে একমত হননি। তিনি টুইটারে জানিয়েছেন, ধোনির অধিনায়কত্বে খেলতে তিনি বরাবরই পছন্দ করেছেন, ভবিষ্যতেও করবেন।

রবীন্দ্র জাদেজার চোটের কারণে যুবরাজের দলে আসার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু যোগরাজের অভিযোগ, ধোনিই যুবরাজকে দলে চাননি। বলেছেন, আমার ছেলের সঙ্গে ধোনির যদি কিছু ব্যক্তিগত ঝামেলা থাকে, তাহলে তো করার কিছু নেই। এর বিচারের ভার সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন যোগরাজ।
ধোনির ওপর রাগ থাকলেও ভারতই বিশ্বকাপ জিতবে বলে আশা প্রকাশ করেছেন যোগরাজ। তিনি বলেছেন, আমার প্রার্থনা ধোনির নেতৃত্বে ভারতই যেন বিশ্বকাপ জেতে।

যুবরাজের সঙ্গে যে ব্যবহার ধোনি করেছে, তা খুবই দুঃখজনক। ক্যানসার নিয়ে খেলে ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল যুবরাজ। এমন ক্রিকেটারকে দলে না রাখাটা মেনে নেওয়া যায় না।
যদিও বাবার ওই অভিযোগ সম্পর্কে ভিন্নমত যুবরাজের। তিনি বলেছেন, প্রত্যেক বাবা-মার মতোই আমার বাবাও আমার সম্পর্কে খুবই আবেগপ্রবণ। তবে আমি বরাবরই ধোনির নেতৃত্বে খেলাটা উপভোগ করেছি, ভবিষ্যতেও করব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*