তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। মঙ্গলে জলের অস্তিত্ব আছে কী নেই, তা নিয়ে গবেষণায় ব্যস্ত বিশ্বের তাবড় তাবড় জ্যোতির্বিজ্ঞানীরা। ঠিক এসময়েই মঙ্গল গ্রহের চারদিকে মেঘের মতো ধোঁয়া দেখা দিয়েছে। রহস্যময় এ মেঘ আসলে কী তা তা অনেক ভেবেও বিজ্ঞানীরা হিসাব মেলাতে পারছেন না।
জানা গেছে, ২০১২ সালের মার্চ-এপ্রিলে কয়েকজন শখের জ্যোতির্বিদ এ বিষয়ে প্রথম খবর প্রকাশ করেন। তারা জানান, মঙ্গলের আকাশে ধোঁয়ার মতো কিছু রহস্যময় মেঘ তৈরি হচ্ছে। উভয় ক্ষেত্রেই মঙ্গলপৃষ্ঠ থেকে প্রায় ২৫০ কিলোমিটার ওপরে একই জায়গায় এ কুণ্ডলী সৃষ্ট হয়েছে।
স্পেনের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিদাদ দেল পাই ভাস্কোর গবেষক অগাস্টিন সানচেজ-লাভেগা নেচার জার্নালে জানান, ২৫০ কিলোমিটার ওপরে মঙ্গলের বায়ুমণ্ডল ও মহাকাশের মধ্যের পার্থক্য অত্যন্ত ক্ষীণ হওয়ায় এ ধরনের মেঘ তৈরি হওয়াটা খুবই অপ্রত্যাশিত।
জানা গেছে, ওই রহস্যময় মেঘের সৃষ্টি হয়েছে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে। বলা ভালো মাত্র ১০ ঘণ্টার মধ্যে। মঙ্গলের আকাশে ১০০০ থেকে ৫০০ কিলোমিটারের মতো বিশাল এক আয়তন ঘিরে তা ছড়িয়ে রয়েছে। দশদিন ধরে তা প্রতিনিয়ত নানা আকার নিচ্ছে।
মজার ব্যাপার হলো, ভারতীয় সংস্থা ইসরোর মঙ্গলযান থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা নাসার মার্স রোভার—কেউই এ অদ্ভূত ঘটনাকে লক্ষ্য করতে পারেনি।
বিজ্ঞানীদের মতে, এ যানগুলি এ সময়ে যে জায়গায় রয়েছে তা এ রহস্যময় মেঘের থেকে বহু দূরে। এছাড়া বিশেষ এক কোণ থেকে আলোর তারতম্যে নির্দিষ্ট পরিমাপ হলে তবেই এ বিরল দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে।
হাবল স্পেস টেলিস্কোপে এর আগেও এ ধরনের চিত্র ধরা পড়েছিল। কিন্তু তার উচ্চতা মঙ্গলপৃষ্ঠ থেকে বড়জোর ১০০ কিলোমিটার পর্যন্ত ছিল। এত বিশালকায় ছিল না তার ব্যাপ্তি। বিজ্ঞানীরা এখন প্রাপ্ত চিত্র থেকে রহস্যের উদঘাটন করার চেষ্টা করছেন।
তারা জানার চেষ্টা করছেন এ রহস্যময় ধোঁয়া আসলে কি? অগাস্টিন জানিয়েছেন, প্রাথমিকভাবে বলা যায়, এটা জমা জল বা জমা কার্বন ডাইঅক্সাইড বা ধূলিকণা হতে পারে।
একানেও রহস্য লুকিয়ে রয়েছে। এরকম হলে এ উচ্চতায় কী করে তা রয়েছে? অগাস্টিন জানান, রহস্যময় এ বস্তু হলো অরোরা বা ঊষা, যা সেখানে হামেশাই দেখা যায়। বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলের ওই অঞ্চলের প্রাকৃতিক চৌম্বক ক্ষেত্রে অস্বাভাবিকতা থাকার ফলেই এ রহস্যময় মেঘের এত বাড়বাড়ন্ত।