ভারত-পাক সমর্থকদের তুলকালাম কাণ্ড

ind-pakস্পোর্টস ডেস্ক ।। দুই দেশেরই প্রথম ম্যাচ হিসাবে বিশ্বকাপে পাকিস্তান ও ভারতের গত রোববার মুখোমুখি হয়। এ ম্যাচে ভারত এক রকম বড় ব্যবধানে জয় পায়।

এ ম্যাচ নিয়ে এর আগে ভারতে সংঘর্ষ হয়েছে। পাকিস্তানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর এবার আসলো আর এক তুলকালাম কাণ্ডের খবর।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত সেই ম্যাচের ফলাফল নিয়ে তুলকালাম কান্ড ঘটেছে সিডনিতে। ভারত-পাকিস্তানের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে।

সিডনির একটি ক্লাবে এ সংঘর্ষের ঘটনার চিত্র সিসি ক্যামেরায় যেমন দেখা যায় সে চিত্র হলো, মত হয় চার দেওয়ালে উড়ছে প্লেট ও চেয়ারের পা। এরপরেই শুরু সমর্থকদের মধ্যে হাতাহাতি।
এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি চারজন। সোমবার দুপুরে এ ঘটনার দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সিডনির মেরিল্যান্ডস আরএসএল ক্লাবে ক্লাবে বসে টিভিতে ভারত-পাক ম্যাচের সরাসরি সম্প্রচার দেখছিলেন দু’দেশের মোট ৪০ জন সমর্থক।
ভারতের ৩০০ রান তাড়া করার সময় পাকিস্তানের উইকেট পড়ার সময় যখন জয়োৎসব শুরু করেন ভারত সমর্থকরা তখনই শুরু হয় এ তাণ্ডব।পরে পুলিশ এসে এ পরিস্থিতি স্বাভাবিক করেন। আর আহতদের স্থানীয় হাসপাতালে নেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*