জাতীয় ডেস্ক ।। চলতি বছর সোয়াইন ফ্লু ভাইরাসের প্রকোপে ভারতে এ পর্যন্ত ৫৮৫ জন মৃত্যুবরণ করেছে। এর মধ্যে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি এই তিনদিনেই মারা গেছে ১০০ জন। খবর এনডিটিভির।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হয়ে গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে ৫৮৫ জন মারা গেছে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে মোট ৮ হাজার ৪২৩ জন।
এ পর্যন্ত রাজস্থানে ১৬৫, গুজরাটে ১৪৪, মধ্যপ্রদেশে ৭৬ ও মহারাষ্ট্রে ৫৮ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ১৫ ফেব্রুয়ারি রাজস্থানে ১২ জন মারা গেছে।
দিল্লি ও তামিলনাড়ুতে ভাইরাসটির প্রকোপ বেশি হলেও প্রাণহানির সংখ্যা তুলনামূলক কম। জনগণের মধ্যে সচেতনতা ও উন্নত স্বাস্থ্যসেবা থাকায় রাজ্য দুটোতে প্রাণহানির সংখ্যা কম বলে উল্লেখ করা হয়েছে।
আক্রান্তের পরিমাণের তুলনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি পাঞ্জাবে। রাজ্যটিতে এ পর্যন্ত ৬৮ জন সোয়াইন ফ্লু’তে আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্থান ও গুজরাটে পরিস্থিতির উন্নয়নে দিক-নির্দেশনা দেওয়ার জন্য কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে।