জাতীয় ডেস্ক ।। ফের রণক্ষেত্র শিক্ষাঙ্গন। পশ্চিমবঙ্গে তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যকে অপসারণের দাবিতেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব তৃণমূলের কর্মচারী সংগঠনের। সিকিওরিটি অফিসারকে বেধড়ক মারধর। উপাচার্যকে তালাবন্দি করে রাখার অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে ইতিমধ্যেই রাজভবনে অভিযোগ জানানো হয়েছে।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ভিসিকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে অশিক্ষক কর্মচারীদের সংগঠন ও ছাতক্রছাক্রীরা বিক্ষোভ দেখায়। ডেপুটেশন দিতে যায়। সিকিওরিটিদের সঙ্গে ধস্তাধস্তি বাধে। উত্তেজনা ছড়ায়। অচলাবস্থা তৈরি হয়। সংগঠনের দাবি, দীর্ঘদিন ভিসি স্বৈরাচারী মনোভাব নিয়ে চলছেন। অনেক ফল অসম্পূর্ণ থেকে যাচ্ছে। -এবিপি নিউজ।