স্পোর্টস ডেস্ক ।। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়েছে আফগানিস্তান। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারে তারা।
এর আগে মুশফিকার রহিম ও সাকিব-আল হাসানের ১১৪ রানের পার্টনারশিপের সাহায্যে ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৬৭ রান তোলে বাংলাদেশ।
তামিম ইকবাল ব্যক্তিগত ১৯ রানে ফিরে যাওয়ার পরই আউট হয়ে যান অন্য ওপেনার আনামুল হক(২৯) । রানের গতি ধীর হয়ে যায় ।২৫.৫ ওভারে ১০২ রানে তৃতীয় উইকেটের পতন হয়। আউট হন সৌম্য সরকার (২৮) । ১১৯ রানে আউট হন মহমদুল্লাহ (২৩) ।
এরপর দলের ইনিংসের হাল ধরেন রহিম ও সাকিব। পঞ্চম উইকেটে তারা ১৩০ রান যোগ করেন। রহিম করেন ৭১ রান সাকিবের সংগ্রহ ৬৩।
সর্বশেষ ২৮৭ রান করে বাংলাদেশ। আর এর জবাবের সবকটি উইকেট হারিয়ে আফগানরা মাত্র ১৬২ রান করে অল আউট হয়। ৪২.৫ বলে শেষ হয় আফগানদের সবচেষ্টা।
আর বিশ্বকাপে আফগানদের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড করল বাংলাদেশ। এর আগে এত বিশাল রানের ব্যবধানে বিশ্বকাপে কোনো দলে হারাতে পারে নি বাংলাদেশ।