আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর || ত্রিপুরা সেক্টরের ৭১নং সিআরপিএফ ব্যাটেলিয়নের আধিকারিক ডি আই জি বিজয় কুমার রবিবার আগরতলার সেবা ও সহায়তা পরিষদের স্বেচ্ছাসেবকদের সাথে মন্টাং উপত্যকার দুটি গ্রাম পরিদর্শন করেছেন এবং দরিদ্র ও অভাবী গ্রামবাসীদের কাপড় ও জুতা বিতরণ করেছেন। এই পোশাকগুলি এনজিও সেবা ও সহায়তা পরিষদ এবং গ্রুপ সেন্টার সিআরপিএফ আগরতলা দ্বারা দান করা হয়েছিল। এনজিও চেয়ারপার্সন শাশ্বতী দাস এবং তার সহকর্মীরা সিআরপিএফ কনভয়ের সাথে বস্ত্র বহন করেন এবং উভয় গ্রামে কাপড় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। সুবিধাভোগীরা কাপড় নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কারণ এই পাহাড়ি গ্রামের উচ্চভূমির চারপাশে ইতিমধ্যে শীত শুরু হয়ে গেছে।