সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ নভেম্বর || সামান্য বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীদের মারে গুরুতর আহত এক কৃষক। আহত কৃষকের নাম সঞ্জয় দাস। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে। ঘটনা কল্যাণপুর থানাধীন কমলনগর এলাকায়।
জানা যায়, রবিবার কল্যাণপুর থানাধীন কমলনগর এলাকার বাসিন্দা সঞ্জয় দাসের বাড়ির সামনের জমিতে নেপাল দাস, বিধান দাস, অনিমেষ দাস এবং বিকাশ দাস এই চারজনে মিলে ধান কেটে রেখে দেয়। সেই সময় সঞ্জয় দাস ধান না রাখার জন্য আবেদন রাখে। কিন্তু সঞ্জয় দাসের সেই আবেদন না মেনে বলপূর্বক সেখানেই ধান রেখে দেয়। এদিকে সঞ্জয় দাসের অভিমত, কিছুদিন পরে তার বাড়ির সামনের জমিতে সব্জি রোপন করবেন। এই কথা বলে সঞ্জয় দাস বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সঞ্জয় দাস এর অভিযোগ, তারা চারজন তার উপর দোষারোপ আনার জন্য ধানের মধ্যে আগুন লাগিয়ে দেয়। যদিও অগ্নি নির্বাপক দপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে সঞ্জয় দাস বাড়িতে ফিরতেই অভিযুক্ত চারজন তার ঘরের মধ্যে প্রবেশ করেন বেধড়ক মাধ্যম শুরু করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা তাকে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এদিকে চারজনের বিরুদ্ধে থানায় দ্বারস্থ হবে বলে জানিয়েছে সঞ্জয় দাস।