বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ নভেম্বর || পশ্চিম পিলাক এলাকার উচ্ছাস সামাজিক সংস্থা প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। এরইমধ্যে রক্তের সংকট মেটাতে রবিবার পশ্চিম পিলাক এলাকায় উচ্ছাস সামাজিক সংস্থার উদ্দ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রবিবার এই রক্তদান শিবিরের শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিশিষ্ট আইনজীবি পীযূশ কান্তি বিশ্বাস। উদ্ভোধকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহিরুল হক, অভিক কুমার দেব, তিমির বরন চাকমা , উচ্ছাস সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা মিঠুন দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দরা। উচ্ছাস সামাজিক সংস্থা কতৃক আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।