আকাশ থেকে নেমে আসা রহস্যময় হলুদ রঙের বেলনু ঘিরে চাঞ্চল্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর || আকাশ থেকে নেমে আসা রহস্যময় এক হলুদ বেলনু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা রবিবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জ থানাধীন মধ্য বড়জলা গ্রামে। জানা যায়, এদিন আচমকাই আকাশ থেকে নেমে আসে মস্তবড় হলুদ রঙের বেলনু। হলুদ রঙের এই বেলুন দেখে সবাই অবাক হয়ে যায়। প্রথমে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। পরে দেখা যায় বেলুনে গায়ে কিছু লেখা আছে। সেই লেখা দেখে সবাই ধারণা করছেন বেলুনটি বাংলাদেশ থেকে ছাড়া হয়েছিল। জানা যায়, বেলুনটিতে লেখা আছে যুব দল নাঙ্গলকোট বাংলাদেশ উপজেলা। পরে অবশ্য এই বেলুনটি নিয়ে এলাকার ছোট ছোট শিশুরা বেশ উৎসাহ উদ্দীপনার সাথে খেলতে দেখা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*